তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁও সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন মারিখালি নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে সোনারগাঁও নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সোনারগাঁও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
সোনারগাঁও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “লাশটি অজ্ঞাত এক নারীর, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি পানিতে পড়ে যাওয়া বা অন্য কোনো কারণেও হতে পারে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।”
উদ্ধার হওয়া লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, লাশের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।