তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়নগঞ্জের সোনারগাঁও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালে একের পর এক ছিনতাইয়ের শিকার হচ্ছে পথচারীরা এদের থামানোর মতো কি কেউ নেই এমনি প্রশ্ন রাখেন স্থানীয়রা।
গত ২৬ জুলাই শনিবার রাত ১০টার দিকে চিটাগাং রোড থেকে বাসায় ফিরছিলেন এক কর্মজীবী মানুষ। প্রতিদিনের মতো অফিস শেষে ক্লান্ত শরীরে ফিরছিলেন নিজের আশ্রয় কাঁচপুর উত্তর পাড়া।
অটো থেকে নামার সাথে সাথেই পিছন থেকে এক ছিনতাইকারী অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এরপর কানের পাশে আবারও আঘাত করে তাকে কাবু করে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই সঙ্গে থাকা সবকিছু লুটে নেয় ছিনতাইএকজন সৎ-পরিশ্রমী মানুষ দিনের পর দিন ঘাম ঝরিয়ে উপার্জন করে, আর রাতের আঁধারে কিছু অমানুষ তা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন সাধারণ মানুষের নিরাপত্তা দিবে কে?
আর কতদিন এভাবে চলতে থাকবে? আমাদের নিরাপত্তা কোথায়? রাত হলেই কেন রাস্তাগুলো অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে ওঠে?এই একই জায়গায় গত বছর ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছিলো।
এদের থামানোর মতো কি কেউ নেই? আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এদের রুখতে অক্ষম, নাকি অনিচ্ছুক।