তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার এবং ১০১ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব-১১। সোমবার (১১ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে।
র্যাব জানায়, সোনারগাঁ উপজেলার পাঁচআনির কান্দি এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক, সাদ্দাম, সহিদ ও মনির হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচগিয়ার ও দা উদ্ধার করা হয়েছে।
অভিযান সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজ টোলপ্লাজার দিকে যানজট সৃষ্টি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে হামলা চালিয়ে মোবাইল, স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুট করত।
এছাড়া, একইদিন অপর এক অভিযানে পিরোজপুরের বটতলা এলাকা থেকে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়। তবে এসময় মাদক কারবারিরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব জানিয়েছে।