তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ আমার অহংকার — এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন আলোচিত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযানের ধারাবাহিকতায় র্যাব জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকা থেকে ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারীসহ তিনজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো—
১️⃣ সাইদুল বেপারী (২৭), পিতা: মোঃ শাহআলম, মাতা: আসমা বেগম, ঠিকানা: ইস্পাহানী সোনাচারা, থানা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ।
২️⃣ মোঃ সৈকত হোসেন (২৮), পিতা: হুমায়ুন কবির, মাতা: শামিমা বেগম, ঠিকানা: গোদনাইল বার্মাস্ট্যান্ড, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
৩️⃣ মোঃ হৃদয় (২০), পিতা: মৃত মাসুদ, মাতা: রিনা বেগম, ঠিকানা: রহমতগঞ্জ শিববাড়ী, ডাকঘর: মোদাফ্ফরগঞ্জ, থানা: লাকসাম, জেলা: কুমিল্লা।
র্যাব সূত্রে জানা যায়, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি, অটোরিকশা ও সাধারণ পথচারীদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ও মালামাল ছিনতাই করে আসছিল। সাম্প্রতিক সময়ে এ এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় র্যাব-১১ একটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করে।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।