তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে আজমেরী কনজুমার ফুড কোঃ লিঃ-এর মালিককে ১ লক্ষ টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
অদ্য ২৬ অক্টোবর ২০২৫ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সন্তাপুর এলাকায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানটি ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। সরকারের নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি বারবার একই ধরনের অপরাধে জড়িত হয়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছিল।
এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক ওয়াহিদ (৪৩), পিতা মুত সিটু বেপারী, মাতা অজুপা বেগম, সাং সন্তাপুর, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ-কে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
র্যাব-১১ জানায়, ভবিষ্যতে এমন ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যে বিষাক্ত উপাদান ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।