তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণের অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭৫,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।
অভিযানে দেখা যায়, কিছু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিক্রয়ের উদ্দেশ্যে নষ্ট ও বাসি গ্রিল ফ্রিজে সংরক্ষণ করছে। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর পরিপন্থী। পরবর্তীতে আইন অনুযায়ী প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ৭৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে ব্যবসায়ীদের প্রতি খাদ্যের মান বজায় রাখা ও আইন মেনে চলার আহ্বান জানানো হয়