তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো “মিথিলা’স কিচেন” এর শুভ উদ্বোধন ও এক্সক্লুসিভ ডায়লক ওয়ার্কশপ। অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারক তুলে দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, বিজিবির হেড অফ শেফ মোঃ শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শারমিন জাহান, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মারুফা আক্তার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাংবাদিক শরিফ উদ্দিন সবুজ, মহিলা পরিষদের নির্বাহী পরিচালক মাহফুজা আক্তার এবং রঙ্গন রাধুনি রান্না ঘরের প্রেসিডেন্ট হালিমা খাতুন।
অনুষ্ঠানে বক্তারা নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতা ও অর্থনৈতিক উন্নয়নে অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন উপস্থিত অতিথিবৃন্দ ও নারী উদ্যোক্তারা।
শেষে মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয় প্রিয় নারী উদ্যোক্তা মিথিলা বিনতে হোসেন এবং তার প্রতিষ্ঠান মিথিলা’স কিচেন-কে। 🌸