তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-১ এর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পিলকুনী পাঁচতলা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি বাড়ির নিচতলা থেকে ২,৪০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১,৫৩,০৭০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মো. জহিরুল ইসলাম সাহন (২৫) নামে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি মূলত মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বাসিন্দা এবং পিলকুনী পাঁচতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সীমান্ত এলাকা থেকে বড় আকারের মাদক চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছিলেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনতে র্যাব-১১ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।