তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে বাসযাত্রী কিশোরীর সঙ্গে সখ্যতা গড়ে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অন্যতম আসামি আল-আমিনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে র্যাব চাঞ্চল্যকর এই গণধর্ষণ মামলার আসামিকে দ্রুততম সময়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
কিশোরীকে আটকে রেখে গণধর্ষণ করেন।জানা যায়, গত ২১ নভেম্বর বাদীর মেয়ে সোনারগাঁ থেকে ঢাকার গেণ্ডারিয়া যাওয়ার জন্য বাসে ওঠে। এ সময় বাসের হেলপার রানা (৩২) ওই কিশোরীর সঙ্গে সখ্যতা গড়ে তোলে। কিশোরী যাত্রাবাড়ী নামতে চাইলেও রানা তাকে বিভিন্ন কথার ফাঁদে ফেলে সেখানে না নামিয়ে গাড়ি ঘুরিয়ে বন্দরের মদনপুর এলাকায় নিয়ে আসে।পরে রানা এবং তার সহযোগী আল-আমিন (২৮) মিলে কিশোরীকে বন্দরের ধামগড় ইউনিয়নের চৌড়ারবাড়ি এলাকায় আল-আমিনের বাড়িতে আটকে রাখে। রাতে তাদের সঙ্গে যোগ দেয় আরও একজন। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২২/১১/২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০১:০০টা থেকে ০২:০০টার মধ্যে ওই তিন আসামি কিশোরীকে ভয় দেখিয়ে একে একে ধর্ষণ করে।কিশোরীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণের পর আসামিরা বাইরে গেলে সুযোগ বুঝে কিশোরী পালিয়ে যায় এবং স্থানীয় আজহারুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। স্থানীয়দের সহায়তায় কিশোরীকে নিয়ে থানায় গেলে পুলিশ তার ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ডাক্তারি পরীক্ষা শেষে কিশোরীর বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
মামলা রুজু হওয়ার পর এজাহারনামীয় আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য র্যাব-১১, সিপিএসসি কোম্পানি, নারায়ণগঞ্জ তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায়, নিজস্ব গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং সিপিসি-২, কুমিল্লা এর একটি যৌথ অভিযানিক দল গতকাল ০৫ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখ রাত ২১:০০ ঘটিকার সময় কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার লাঙ্গলকোট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে অত্র মামলার এজাহারনামীয় ০২ নং আসামি আল-আমিন (২৮), পিতা- আবু হানিফ, সাং-চেরার বাড়ী, ধামগড় ইউপি, বন্দর, নারায়ণগঞ্জ'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।