তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোমবার ১২ জানুয়ারি ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরী বাড়ী পুকুরপাড় এলাকা, বন্দর থানাধীন ফুলহর এলাকা ও সোনাকান্দা এলাকায় পরিচালিত হয়। অভিযানে মাদক সেবন এবং মাদক সেবনের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোট ১০টি মোবাইল কোর্ট মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:
নুর জাহান বেগম (৫০), মোঃ রহিম উদ্দিন (৫৪), সানজু দাস (২৬), লিসান আহম্মেদ (২০), মোঃ আবু সাইদ (২০), সৌরভ চন্দ্র দাস (২২), মোঃ ফারদিন খান (২৪), মোঃ জুবায়ের (২৪), মোঃ জনি (৩৫) ও মোঃ খোরশেদ (৪৭)। তারা সবাই নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে সাধারণ জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।