তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন লাজৈর এলাকায় অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, অদ্য ১৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ২টা ০০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় পুলিশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত।
প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায়, ৫ আগস্ট ২০২৪ তারিখে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এ সময় তারা থানার মালখানা ভেঙে সরকারি অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট ও ধ্বংস করে। ওই পরিস্থিতির সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মহল ও অপরাধীরা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যায়।
লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব হয়।
উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।