তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
অদ্য ২২-০১-২০২৬ রোজ বৃহস্পতিবার কাচপুর ইউনিয়নস্ত, নয়া বাড়ী সংলগ্ন কর্মীদের কর্মস্থল নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন ট্রান্সক্রাফট লিমিটেডের কর্মীরা।
আজ কাচপুর মডার্ন ফায়ার সার্ভিসের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন কাচপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জনাব জাহাঙ্গীর আলম। এসময় ট্রান্সক্রাফট লিমিটেডের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে কর্মসূচির তদারকি করেন।
প্রশিক্ষণে অগ্নিকাণ্ড প্রতিরোধ, প্রাথমিকভাবে আগুন নেভানোর কৌশল, জরুরি মুহূর্তে নিরাপদে বের হয়ে আসার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা ও কর্মীদের করণীয় বিষয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের এজিএম এস এম সাইফুল্লাহ বলেন, “আমরা আমাদের কর্মীদের সুরক্ষায় বদ্ধপরিকর। কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।”
এ ধরনের উদ্যোগ কর্মীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।