তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি :-
মাদক ব্যানিজ্যের ভয়াল থাবায় ধ্বংসের মুখে সমাজ ও অর্থনীতি। শুধু মানবজীবন নয়, প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বপ্ন গড়ার কারিগর—টাকা নিজেই। বর্তমানে বাজারে চলমান অনেক নোটের বড় একটি অংশ পুড়ে যাওয়া ও নষ্ট অবস্থায় পাওয়া যাচ্ছে, যার মূল কারণ হিসেবে উঠে এসেছে মাদকসেবীদের অবহেলা ও অসচেতনতা।
স্থানীয় সূত্র জানায়, আগে ৩০টি টাকার নোটের মধ্যে সচল থাকত প্রায় সবকটিই। এখন দেখা যাচ্ছে, একই সংখ্যার মধ্যে অন্তত ২০টি নোট আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া, ছেঁড়া কিংবা অচল। এতে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের আর্থিক লেনদেন ব্যবস্থাও।
এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “মাদক শুধু মানুষের জীবন নষ্ট করছে না, অর্থনীতির শিকড়েও আঘাত হানছে। মাদকসেবীরা টাকার কোনো মূল্য দেয় না বলেই এভাবে নোট নষ্ট হচ্ছে। স্বপ্ন পূরণের টাকা নিজেই শেষ হয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “মাদক খাওয়া টাকা বাঁচাতে হলে আগে মাদক ধ্বংস করতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করা গেলে শুধু জীবন নয়, দেশের অর্থনীতিও রক্ষা পাবে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়ানো এখন সময়ের দাবি। তা না হলে ভবিষ্যতে এই ক্ষতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।