তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
কুরিয়ার সার্ভিসের আড়ালে ভারত থেকে চোরাচালান করে আনা বিপুল পরিমাণ বিস্ফোরক ও বিভিন্ন অবৈধ মালামালসহ ২ জনকে আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ভোররাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি কাভার্ড ভ্যানে করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন পণ্য কুমিল্লা হয়ে ঢাকায় পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন কেওডালা এলাকায় চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।পরে মঙ্গলবার ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে সন্দেহজনক একটি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থামার সংকেত দিলে ভ্যানটি থামানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে ভ্যানচালক মোঃ আকরাম (৩৫) ও হেলপার মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫) কে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
বিভিন্ন প্রকার বিস্ফোরক ও আতশবাজি: ৯৬,৬৫০ পিস
Amul Dark Chocolate: ৪,৮০০ পিস,
Dairy Milk Chocolate: ৩০,৩৫০ পিস,
Cough Drop Double Power Chocolate: ১,৫১০ প্যাকেট, Skin Shine Cream: ৭,৯৫০ পিস,
Wood Word’s Grip Water: ৬৫ পিস,
Golden Crown Superior High Brightness Display: ১১,৪০০ পিস, Keo Karpin Moisturising Body Olive Oil: ৭০ পিস, Dabur Amla Hair Oil: ২০০ পিস, Neha Mehendi: ১৭,০০০ পিস
কাবেরী মেহেদী: ৫,৯০০ পিস, বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় আগরবাতি: ৪৫০ পিস, এছাড়াও চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে আরও ১০-১২ জন সহযোগীর সঙ্গে কুরিয়ার ব্যবসার আড়ালে ভারতীয় মালামাল শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে এনে বিক্রি করে আসছিল। জব্দকৃত মালামাল পরিবহনের পক্ষে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।