তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বাজার এলাকায় অবস্থিত রয়েল টোবাকো কোম্পানিতে আজ ২৭ অক্টোবর ২০২৫ (রবিবার) র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং কাস্টমস্ একসাইজ ও ভ্যাট, নরসিংদী-এর যৌথ অভিযানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ার অপরাধে উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ মহারাজ হোসেন (৫২), পিতা- মৃত মকবুল আলী হাওলাদার, সাং- গোদনাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ-কে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড এবং ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন মোবাইল কোর্ট।

ঘটনা সূত্রে জানা যায়, রয়েল টোবাকো কোম্পানি তাদের তৈরি সিগারেটের প্যাকেটে পূর্বে ব্যবহৃত পুরানো ট্যাক্স লেভেল ব্যবহার করে আসছিল। পুরানো লেভেল তুলে নতুন প্যাকেটে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।

র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি টিম বিষয়টি গোপনে পর্যবেক্ষণ করে এবং ছায়া তদন্তের মাধ্যমে প্রমাণ পাওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর ফাঁকির প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্ট উক্ত শাস্তি প্রদান করে।

র‍্যাব-১১ জানায়, ভবিষ্যতেও এমন ট্যাক্স ফাঁকি ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে