তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্দিরগঞ্জ) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে একাধিক শক্তিশালী ও পরিচিত মুখের অংশগ্রহণে ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে এখন এই আসনটি।
জানা গেছে, বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান। তার বিপরীতে মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী রাজনীতিক মুহাম্মদ গিয়াস উদ্দিন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ইকবাল হোসেন ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মাওলানা শাহজাহান শিবলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে গোলাম মসীহ প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদের বাইরে আরও কয়েকজন প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।
একাধিক হেভিওয়েট প্রার্থীর উপস্থিতিতে নারায়ণগঞ্জ-৩ আসনের ভোটের সমীকরণ বেশ জটিল হয়ে উঠেছে। প্রতিটি দলের নিজস্ব ভোটব্যাংক থাকায় ভোট বিভাজনের সম্ভাবনাও প্রবল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত যদি সকল শক্তিশালী প্রার্থী মাঠে টিকে থাকেন, তাহলে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের জন্য বিজয় অর্জনের পথ সহজ হবে না।
এদিকে প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছেন। সোনারগাঁও ও সিদ্দিরগঞ্জের বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার ও প্রচারণায় ইতোমধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়ন, স্থানীয় সমস্যা ও রাজনৈতিক স্থিতিশীলতা এই নির্বাচনে বড় বিষয় হয়ে উঠতে পারে। কে শেষ পর্যন্ত ভোটারদের আস্থা অর্জন করতে পারবেন, তা নির্ভর করবে নির্বাচনের শেষ মুহূর্তের কৌশল ও মাঠের বাস্তব চিত্রের ওপর।
সব মিলিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্দিরগঞ্জ) আসনে এবারের নির্বাচন হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আলোচিত। রাজনৈতিক অঙ্গনে এই আসনের ফলাফল নিয়ে আগ্রহ এখন তুঙ্গে।