নিজেস্ব প্রতিবেদকঃ-
ইয়া আল্লাহু, ইয়া রহমানু ইয়া রাহমাতুল্লিল আলামিন, এই স্লোগানে মধ্যোদিয়ে শাহ্ সুফি হযরত মওলানা সৈয়দ জাকির শাহ নকশো বন্দীর উপস্থীততে এই কর্মী সম্মেলনের অনুষ্ঠিত হয়।
৯ জানুয়ারি, শুক্রবার জুমা নামাজের পর ঢাকার প্রান কেন্দ্রের ফার্মগেটে কুতুববাগ দরবার শরীফে সদর দপ্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় দেশের বিভিন্ন জায়গা থেকে কুতুবক দরবার শরীফের মুর্শিদ কেবলা শাহ সুফি হযরত মওলানা সৈয়দ জাকির শাহ্ নকশো বন্দীর ডাকে সাড়া দিয়ে একত্রীত হয়ে এই সম্মেলনকে আশেকান জাকেরান কর্মীবৃন্ধ ।
গত ২৬ ডিসেম্বর তিনদিনের বার্ষিক মহাপবিত্র ওরস ও বিশ্বজাকের ইজতেমা বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনার মধ্যদিয়ে শেষ হওয়ার পর।
জুমার নামাজের পর মিলাদকিয়াম ও আশেকান-জাকেরানদের উদ্দেশ্য সংক্ষিপ্ত নসিহতে পিরে মর্শেদ কুতুবধবাগী কেবলাজান।
এসময় তিনি বলেন, সারাবিশ্ব বর্তমানে মসিবতের জামানায় আছে। এই সময়ে মহান আল্লাহর প্রতি মানুষের ঈমান রাখা কঠিন। এমন মসিবত থেকে রক্ষা পেতে হলে বেশি বেশি আল্লাহর জিকির করবেন। পাঁচ ওয়াক্ত নামাজের পর তরিকতের অজিফা আমল করবেন।
অন্তরে দয়াল নবীর মহব্বত রাখবেন আর বেশি বেশি করে মা-বাবার খেদমত বা পরিচর্যা করবেন। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। অসহায় মানুষদের সেবা করবেন। তবেই সমস্ত বালা-মুসিবত থেকে আল্লাহ সবাইকে হেফাজত করবেন।