তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁও গার্লস পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে তারা সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে শান্তিপূর্ণ আন্দোলনে নামে।
আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায়। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে। শিক্ষার্থীদের ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে পুরো উপজেলা পরিষদ চত্বর মুখরিত হয়ে ওঠে।
খবর পেয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা শিক্ষার্থীদের অভিযোগ মনোযোগসহকারে শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এমন সহিংস ঘটনার কোনো স্থান নেই এবং শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
প্রশাসনের আশ্বাস ও হস্তক্ষেপের পর শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি স্থগিত করে উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করে। তবে তারা জানায়, দ্রুত বিচার ও দৃশ্যমান পদক্ষেপ না হলে ভবিষ্যতে আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে।