তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও দ্রুত অভিযানের মাধ্যমে অপরাধীদের গ্রেফতার করে র‍্যাব ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্য ও নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা ১৫ মিনিটে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন দড়ি নবিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
র‍্যাব জানায়, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে নরসিংদী সদর থানাধীন দড়ি নবিপুর এলাকার নিজ বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোশারফ হোসেন (৪৪) নামের এক ব্যক্তি তার বৃদ্ধ মাকে গলা টিপে হত্যা করে। ঘটনার সময় আসামি তার মাকে পায়েস খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যান। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি এ নির্মম হত্যাকাণ্ড ঘটান।
ঘটনার পরপরই র‍্যাব-১১ অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. মোশারফ হোসেন (৪৪), পিতা মৃত ইউসুফ, সাং দড়ি নবিপুর, থানা নরসিংদী মডেল, জেলা নরসিংদীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নরসিংদী জেলার পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।