তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে খাদ্য প্রস্তুত ও বিপণনের অভিযোগে এক বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সোনারগাঁ উপজেলার কাচপুর বাসস্ট্যান্ড ও সোনাপুর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাচপুর এলাকার গোল্ডেন প্লাস নামক একটি বেকারিতে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরায় সংঘটিত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিষ্ঠানটিকে সতর্ক করেন।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক জনাব হৃদয় রঞ্জন বনিক। অভিযানে উপপরিদর্শক আউয়ালের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল ও জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।