সোনারগাঁ প্রতিনিধি ঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর বিষয়ে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন পরিষদে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ জানুয়ারি) বিকেল ৩টায় সাদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রমজান আলী প্রধান। অন্যানদের মধ্যে ছিলেন, সোনারগাঁ উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু নাসের, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ আঃলতিফ, সাদিপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সাল আহম্মেদ, তাজুল ইসলাম, মাইনউদ্দিন, মহিলা ইউপি সদস্য অজুফা আক্তার,আকলিমা আক্তার, হেনা আক্তার, ইউনিয়ন পরিষদের (সচিব) আবু সাইদ, ডিজিটাল উদ্যোগতা বিল্লাল হোসেন, আমি হামজাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান বক্তরা।এসময় তারা আরো বলেন,  গণতন্ত্রের মূল ভিত্তি হলো নির্বাচন। একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের পথ সুগম করে। তাই সকল নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার পাশাপাশি নির্বাচন সংক্রান্ত ভ্রান্ত ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ভিডিও চিত্রে মাধ্যমে হ্যা ও না ভোট সম্পকে ধারণা দেন।