তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আজ শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের পানাম সিটিতে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহাসিক সোনারগাঁয়ের পানাম নগরে, ঈশা খাঁর আমলের প্রাচীন বাংলার রাজধানীর ঐতিহ্যবাহী প্রেক্ষাপটে আয়োজিত এই অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নবগঠিত কমিটির সম্মানিত সকল সদস্যের পাশাপাশি সোনারগাঁয়ের বিভিন্ন প্রতিষ্ঠিত ও সফল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত ও নিবন্ধিত সামাজিক সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ সিনিয়র সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথি ও নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের সকল সম্মানিত সদস্যকে ফুলের মালা পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এতে উপস্থিত সবাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন। সম্মাননা প্রাপ্ত ব্যক্তি মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকল সম্মান একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে।
সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সোনারগাঁয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও মানুষের অংশগ্রহণের মাধ্যমেই একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য সোনারগাঁ গড়ে তোলা সম্ভব।
নবগঠিত কমিটির সকল সদস্য পরিবেশ রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা নবগঠিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং পরিবেশ রক্ষায় সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

🌿 এই প্রত্যয় নিয়েই পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁ উপজেলা শাখা নতুন উদ্যমে নবগঠিত কমিটির আগামীর পথে পথ চলার যাত্রা শুরু করলো।