তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এ বৈঠকের আয়োজন করা হয়। চলমান জাতীয় সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’কে একটি কার্যকর বিকল্প হিসেবে উপস্থাপন করে নারায়ণগঞ্জে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদ নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত এই বৈঠকে জেলার বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বিশিষ্ট সাংবাদিক ও হেযবুত তওহীদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিফ উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ।
মূল প্রবন্ধে তিনি বলেন, একটি রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও সামগ্রিক অগ্রগতি সরাসরি তার রাষ্ট্রব্যবস্থার ওপর নির্ভরশীল। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, মানবসৃষ্ট কোনো মতবাদ বা ব্যবস্থা দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে পারেনি। পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র শেষ পর্যন্ত মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যবহৃত হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি আরও বলেন, স্বাধীনতার পর গত ৫৩ বছরে একাধিকবার সংবিধান সংশোধন, বহু নির্বাচন ও অসংখ্য আইন প্রণয়ন করা হলেও জাতির মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি। দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক অবক্ষয় দিন দিন বেড়েই চলেছে। এর মূল কারণ বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার কাঠামোগত ত্রুটি। এই সংকট থেকে উত্তরণের পথ হিসেবে তিনি আল্লাহ প্রদত্ত জীবনবিধান গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রবন্ধ উপস্থাপনের পর মুক্ত আলোচনা পর্বে উপস্থিত সাংবাদিক ও সুধীজনেরা আলোচ্য বিষয়ের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনায় অংশ নেন গণমাধ্যমকর্মীদের মধ্যে গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মনির হোসেন, বিজয় টিভির আড়াইহাজার প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি সূর্য আহমেদ মিঠুন, নাগরিক টিভির প্রতিনিধি আখতার হোসেন,দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি আরিফ খান শুভ, একুশে বাংলা নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি তরিকুল ইসলাম, দৈনিক ইনকিলাবের বন্দর উপজেলা প্রতিনিধি এস এম নাসের, দৈনিক মুক্ত খবরের মো. সোহেল, নিউজ২১-এর স্টাফ রিপোর্টার মো. সুমন এবং সময় নিউজের প্রতিনিধি মো. স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন নুর নবী জনি (সাধারণ সম্পাদক, সোনারগাঁও সিটি প্রেস ক্লাব), হাবিবুর রহমান (সাংগঠনিক সম্পাদক, সোনারগাঁও সিটি প্রেস ক্লাব), সানাউল্লাহ মুন্সী (জেলা প্রতিনিধি, ই টেন টিভি), হাবিবুর রহমান (সম্পাদক ও প্রকাশক, প্রতিদিনের নারায়ণগঞ্জ), নুর মোহাম্মদ সুজন (স্টাফ রিপোর্টার, আলোকিত সকাল), হারুন অর রশিদ (বিশেষ প্রতিনিধি, সমকালীন কাগজ), সুমন মিয়া (বন্দর প্রতিনিধি, চ্যানেল এস)সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
বৈঠক শেষে আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় জাতীয় সংকট নিরসনে গঠনমূলক চিন্তা ও আলোচনার পথকে আরও এগিয়ে নেবে।