তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় কুখ্যাত ডাকাত সাব্বির ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১।
স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফতুল্লা থানাধীন মাসদাইর গোদারাঘাট এলাকার স্বপন মিয়ার ছেলে মোঃ সাব্বির (৩৮) দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ মোট চারটি মামলা রয়েছে। সাব্বির ও তার সহযোগীরা ফতুল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। এসব কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল।
র‍্যাব সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৩টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় অস্ত্র একটি চাপাতি ও অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত ডাকাত মোঃ সাব্বির (৩৮) এবং তার দুই সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।