তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের অভিযানে কক্সবাজার থেকে ইয়াবা এনে সোনারগাঁয়ে বিক্রির সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

১৮ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ০০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বেপারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১০ পিস ইয়াবাসহ মোঃ সাইদুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব কাজী মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।