সোনারগাঁও (নারায়ণগঞ্জ): ঐতিহ্যবাহী সোনারগাঁও যাদুঘরের গাইডওয়াল দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে তার নান্দনিক সৌন্দর্য হারাতে বসেছে। দেয়ালের বিভিন্ন স্থানে রং খসে পড়া, ফাটল ও ময়লা জমে যাদুঘরের সামগ্রিক পরিবেশ ও সৌন্দর্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন দর্শনার্থীরা।
এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সংস্কার ও নতুন রংয়ের মাধ্যমে গাইডওয়ালের সৌন্দর্য বাড়ানোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, সোনারগাঁও যাদুঘর দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। এই যাদুঘরে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী আসেন, ফলে এর পরিবেশ ও অবকাঠামোগত সৌন্দর্য রক্ষা করা অত্যন্ত জরুরি।
মোঃ হোসাইন আরও বলেন, যাদুঘরের গাইডওয়াল সংস্কার ও নান্দনিক রংকরণ করা হলে একদিকে যেমন দর্শনার্থীদের আকর্ষণ বাড়বে, অন্যদিকে সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী ভাবমূর্তিও আরও উজ্জ্বল হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এলাকাবাসী ও দর্শনার্থীরাও যাদুঘরের সৌন্দর্য রক্ষায় সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়ে বলেন, সোনারগাঁও যাদুঘর শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির গর্ব। তাই এর রক্ষণাবেক্ষণে অবহেলা কোনোভাবেই কাম্য নয়।