তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল ভিডিওতে বজলুর রহমান ওরফে ‘ডন বজলু’কে তার অনুসারীদের সঙ্গে খাবার টেবিলে বসে অস্ত্র সংক্রান্ত আলোচনা করতে দেখা যায়। ভিডিওর এক পর্যায়ে তার সঙ্গে থাকা একজন নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও এলাকায় অবৈধ অস্ত্র মজুদের বিষয়ে মন্তব্য করেন। একই সঙ্গে বজলুর রহমানের পাশে বসা আরেক ব্যক্তি নির্বাচনের জন্য আরও দুটি অস্ত্র প্রয়োজন বলে কথা বলেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৪৫ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি নিয়মিত টহল দল চট্টগ্রাম থেকে ঢাকাগামী চিটাগাং রোডের ফুটওভার ব্রিজের নিচে স্থাপিত চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে।
এ সময় গাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—
১. মোঃ বজলুর রহমান ওরফে ডন বজলু (৬০), পিতা: মৃত মোঃ মতিউর রহমান
২. সাইদুল (৩৪), পিতা: মৃত সাদেক আলী
৩. আব্দুল জব্বার (৪৩), পিতা: মৃত নুর উদ্দিন
৪. ইউনুস বাঁধন (২০), পিতা: নাজমুল হক
আটককৃতদের সবার বাড়ি কুতুবপুর, পোস্ট-কাঁচপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ এলাকায়।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।