তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে সোনারগাঁও উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর কেন্দ্রীয় পর্যবেক্ষক ও ম্যাজিস্ট্রেট অফিসার মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন মেজর আয়াস, মেজর সাজ্জাদ এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাত।
বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। নির্বাচন চলাকালীন কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তারা।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।