তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

র‍্যাব সূত্রে জানা যায়, মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত ৪টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়—
ফাহিমুল ইসলাম সুমন (২৫),মোঃ নাহিদ মিয়া (২৭) এবং
মোঃ সোহেল (৪০)। অভিযানে তাদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন ধরে বড় আকারের মাদক চালান সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলাগুলোতে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

র‍্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।