তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আত্মকর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তা তৈরিতে মানব কল্যাণ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকায় বিউটিফিকেশন কোর্সে অংশগ্রহণকারী ৩০ জন শিক্ষার্থীর মাঝে যুব প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।
মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউটি এক্সপার্ট ও সফল নারী উদ্যোক্তা মার্জিয়া আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী মোঃ সোহেল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আত্মনির্ভরশীল হতে হলে কঠোর পরিশ্রম ও দক্ষতা অর্জন জরুরি। একজন সফল উদ্যোক্তা হতে হলে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, ভালো কাজ করতে গেলে সমাজে নানা বাধা ও সমালোচনা আসবেই, তবে সেগুলো উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। সামাজিক অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং সমাজকর্মী ও প্রশিক্ষণার্থীদের উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়।