বিশেষ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সোমবার (গতকাল) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকার পাঁচমিশালী রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গজারিয়া থানা পুলিশের এসআই কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢাকা থেকে কুমিল্লাগামী একটি যাত্রাপথে সন্দেহভাজন ব্যক্তির তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।
এ সময় আমেনা আক্তার (পিতা: আনোয়ার হোসেন), সাং দক্ষিণ যাত্রাবাড়ীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি অবৈধভাবে বহন করা হচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।