
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:
শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে মোগরাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে কম্বল বিতরণ করেছেন সমাজসেবক আলহাজ্ব আবু জাহের মেম্বার । ০৩/০১/২০২৬ তারিখ সকালে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় আবু জাহের মেম্বার বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল উদ্দেশ্য। সমাজের বিত্তবানদের এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় জনৈক বলে:- প্রতি বছর শীত আসলেই স্থানীয় দিনমজুর ও অসহায় মানুষের মাঝে শত-শত শীতবস্ত্র প্রদান করেন। আমরা স্থানীয়রা দোয়া মেম্বার সাহেবের জন্য দোয়া করি সবসময় যেন মানুষের পাশে দাড়াতে পারেন..
কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।