তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক বিদ্যাপিঠ মোগরাপাড়া এইচ জি জি এস সরকারি স্মৃতি বিদ্যায়তনের ২০০৪ ব্যাচ এর পূর্নমিলনী উপলক্ষে দিনব্যাপী নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
গত ২২ ই আগস্ট রোজ শুক্রবার সকালে জাঁকজমকপূর্ণ আয়োজনে মেঘনা লঞ্চঘাট থেকে দোয়া প্রায় ৯০ জনের প্রাক্তন শিক্ষার্থীদের একটি দল দোয়া কালাম পরে বিশাল লঞ্চযোগে চাঁদপুরের মোহন পুরের উদ্দেশ্য যাত্রা করেন দিনব্যাপী জমজমাট আয়োজনের মধ্যে ছিলো হাসিঠাট্টা বিনোদন সাংস্কৃতিক অনুষ্ঠান পুরষ্কার বিতরন।
সকালের নাস্তা দুপুরের লাঞ্চ বিকালের নাস্তা মনোমুগ্ধকর নৌভ্রমণে চাঁদপুরের বিভিন্ন পয়েন্ট ও লোকেশন পরিদর্শন করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত হওয়া এবং তাদের স্কুলজীবনের স্মৃতিচারণের একটি অনুষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
নৌভ্রমণ ও পুনর্মিলনের উদ্দেশ্য ছিলো স্কুল জীবনের বন্ধুদের সাথে ২১ বছর পর একটি দিন কাটানো সকলের সাথে মেলবন্ধন তৈরি পুনরায় মিলিত হয়ে স্কুল লাইফ টি একটু অনুধাবন করা ২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা তাদের স্কুলের বন্ধুদের সাথে মিলিত হওয়ার জন্য এই নৌভ্রমণের আয়োজন করা হয়। তারা তাদের স্কুলজীবনের দিনগুলো, এবং একসাথে কাটানো আনন্দময় মুহূর্তগুলো নিয়ে স্মৃতিচারণ করে।
এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করে এবং নতুন সম্পর্ক তৈরীর সুযোগ করে দেয়।
এই নৌভ্রমণটি শুধুমাত্র একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল না, বরং বিভিন্ন জায়গায় আনন্দ ও উদদীপনায় একটি সুন্দর নৌভ্রমণ ছিলো।