
বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে মাদক ব্যবসায়ী ফয়সালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এক প্রবাসীর স্ত্রী ও সন্তান। এলাকাবাসীর অভিযোগ, ইব্রাহিমের ছেলে ফয়সাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনের পাশাপাশি চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং স্থানীয়দের ওপর নানামুখী অত্যাচার চালিয়ে আসছে।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, ফয়সাল তার বাড়ির ভাড়াটিয়াদের মারধর করে জোরপূর্বক বের করে দেয় এবং ঘরে থাকা গ্যাসের চুলা, মিটারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এরপর বাড়িঘর ভাঙচুর করে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে যে, সেখানে কেউ বসবাস করতে পারে না।
তিনি আরও বলেন, “আমি একজন প্রবাসীর স্ত্রী। আমার স্বামী দীর্ঘ ৩০ বছর প্রবাসে থেকে কঠোর পরিশ্রমের টাকায় এই বাড়িঘর তৈরি করেছেন। কিন্তু ফয়সালের অত্যাচারে আমরা আজ আমাদের নিজেদের ঘরেও থাকতে পারি না। এখন আমার স্বামী অসুস্থ, কোনো আয়-রোজগার নেই। আমি ঢাকায় ভাড়া বাসায় থেকে সন্তান নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছি।”
তিনি অভিযোগ করে বলেন, ফয়সাল প্রায়ই তার বাড়ির আশপাশে অবস্থান নিয়ে অশালীন আচরণ করে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও বিভিন্নভাবে হুমকি দেয়। এতে পরিবারের নারী ও শিশু সদস্যরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। বহুবার অভিযোগ করেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান।
এলাকাবাসীর দাবি, ফয়সালের মাদক ব্যবসা ও ত্রাসের রাজত্বের কারণে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে মাদক ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বলেন, “আমি একজন প্রবাসীর স্ত্রী হিসেবে, দেশের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার পরিবারের নিরাপত্তা এবং এই মাদক ব্যবসায়ী ফয়সালের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
স্থানীয়দের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ নিলে এলাকায় পুনরায় শান্তি ও স্বস্তি ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে।