1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ-৩ আসনে হেভিওয়েট প্রার্থীদের কঠিন লড়াই, জমে উঠছে নির্বাচনী মাঠ খালের জায়গা ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ সোনারগাঁয়ে ফেক ফেসবুক আইডির মাধ্যমে হয়রানির অভিযোগে থানায় অভিযোগ ব্যাটারিচালিত অটোরিকশা ড্রাইভারদের রোড সেফটি প্রশিক্ষণের আওতায় আনার দাবি নারায়ণগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ ‘ফাইটার মনির’ গ্রেপ্তার রূপগঞ্জে ডিআইজি’র ভাতিজা পরিচয়ে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি ফতুল্লায় ২২২ পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ৪,৫০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারী গ্রেফতার করেন নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

নারায়ণগঞ্জের বন্দরে ডেনিম এ্যাপারেলস গার্মেন্টসে ডাকাতির ঘটনায় ০১ জন দূর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
৩৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের বন্দরে ডেনিম অ্যাপারেলস গার্মেন্টসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ১ জন ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে ধারণ করে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা ও বিভিন্ন আলোচিত অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‍্যাব।

গত ১৮ ডিসেম্বর ভোররাত আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় অবস্থিত এসএফ ডেনিম অ্যাপারেলসে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির সিকিউরিটি অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলা নং- ১৯, তারিখ- ১৮/১২/২০২৫, জিআর নং- ৪৮২, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০।

প্রাথমিক অনুসন্ধান ও এজাহার পর্যালোচনায় জানা যায়, ডাকাত দলটি গার্মেন্টসের পূর্ব পাশের খোলা জায়গা দিয়ে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে সিকিউরিটি সুপারভাইজার ও চারজন নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে নম্বর প্লেটবিহীন একটি পিকআপ ভ্যানে করে প্রায় ৪ টন রড, ৪৫ কয়েল ইলেকট্রিক ক্যাবল, ৬০টি হ্যালোজেন লাইট, ২০টি এলইডি লাইট ও পানির পাম্পসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতদের মারধরে সিকিউরিটি সুপারভাইজার জাহাঙ্গীর ও নৈশপ্রহরী ওমর ফারুক আহত হন। এ ঘটনায় গার্মেন্টসটির প্রায় ১৪ লাখ ৬৯ হাজার ২৩০ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
মামলাটি রুজুর পর জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ আসলাম (৪০), পিতা- আলী হোসেন, সাং- মনার বাড়ি (লক্ষণখোলা), থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।
র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি অভিযানে ২২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ দুপুর ১টা ২০ মিনিটে বন্দর থানাধীন মনার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট