
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোনারগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে খানিক দূরে হাবিবপুর ঈদগাহ এলাকায় মুজিবুরের ভাঙারি দোকানে বিকেল পৌনে চারটার দিকে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফার্নিচারের দোকান, মোবাইল সার্ভিসিং শপ, খেলনার দোকান, স্টিলের আলমারি তৈরির দোকানসহ মোট ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
দোকান মালিকরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে কিছু মালামাল বের করা সম্ভব হলেও বেশিরভাগ জিনিস রক্ষা করা যায়নি। তাদের দাবি, এ অগ্নিকাণ্ডে অন্তত ৬৫ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কেউ কেউ বলছেন, মোট ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা হতে পারে। ব্যবসায়ীরা আরও জানান, ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তারা ব্যবসা করছিলেন। আগুনে সব হারিয়ে তারা এখন বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন।
সোনারগাঁও ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার ওসমান গণি জানান, একটি ভাঙারি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দুটি ইউনিটের টানা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে বলে তিনি নিশ্চিত করেন।