
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর থানাধীন হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সম্মানিত উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে একটি টিম নারায়ণগঞ্জ সদর থানাধীন হকার্স মার্কেট সংলগ্ন ৭ নম্বর দক্ষিণ পার্শ্ব এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে মো. মুরাদ (২১) নামের এক যুবককে ১১০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।