
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতের দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়। অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জহুরা বেগম (৩৫), তার স্বামী মতু আবুল কালাম এবং তাছিয়া নুর (১৯), পিতা মফিজুল। তারা কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার বাসিন্দা। অপর আটক ব্যক্তি মো. বিপুল হোসেন (৩৭), পিতা বেলাল হোসেন, তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাঠেরপুল মঠপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, জব্দ করা প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ ২৮-২৬৮৪। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।