
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণসহ নানা অপরাধ দমনে বাহিনীটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও দ্রুত অভিযানের কারণে র্যাব জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
মাদক নির্মূলের লক্ষ্য নিয়ে র্যাব-১১ নিয়মিত অভিযান চালাচ্ছে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে তারা অবিরাম কাজ করছে এবং বিভিন্ন সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনছে।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি দল ৩ ডিসেম্বর ২০২৫ রাত ২২:১০ মিনিটে রূপগঞ্জ থানার বড় আলু পাড়াগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানীয় বাসিন্দা সাজিবুর রহমান (৬১)–কে তার বাড়ি থেকে ৭০.৫ কেজি গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। তার বাবা মৃত রহমতউল্লাহ আড়ৎদার এবং মা মৃত জয়বুরনেছা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে বড় আকারের মাদকের চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের অঞ্চলে সরবরাহ করতেন। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি নানা কৌশল ব্যবহার করতেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।