1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৩ আসনে হেভিওয়েট প্রার্থীদের কঠিন লড়াই, জমে উঠছে নির্বাচনী মাঠ খালের জায়গা ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ সোনারগাঁয়ে ফেক ফেসবুক আইডির মাধ্যমে হয়রানির অভিযোগে থানায় অভিযোগ ব্যাটারিচালিত অটোরিকশা ড্রাইভারদের রোড সেফটি প্রশিক্ষণের আওতায় আনার দাবি নারায়ণগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ ‘ফাইটার মনির’ গ্রেপ্তার রূপগঞ্জে ডিআইজি’র ভাতিজা পরিচয়ে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি ফতুল্লায় ২২২ পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ৪,৫০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারী গ্রেফতার করেন নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ: দুই প্রতিষ্ঠান গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, এক বেকারিকে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
৬৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে দুইটি প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ‘কলাপাতা’ নামের একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার ভবনাথপুর এলাকায় একটি ঢালাই কারখানা এবং দত্তপাড়া এলাকায় একটি চুনা কারখানায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।

অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। তিতাস গ্যাসের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, দত্তপাড়া এলাকার চুনা কারখানা ও ভবনাথপুর এলাকার ঢালাই কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে একটি চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। এসব কারখানায় প্রতিদিন প্রায় ৮ হাজার ১৮০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল, যার ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। অভিযানের সময় কারখানার মালিকরা উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে জেল বা জরিমানা করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, দুটি কারখানা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ‘কলাপাতা’ নামের একটি মিষ্টি কারখানাকে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে প্রায় ৩০০ ফুট অবৈধ গ্যাস পাইপ জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, অবৈধভাবে গড়ে ওঠা কারখানাগুলোতে একাধিকবার অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও প্রভাবশালী মহলের সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে আবারও অবৈধ সংযোগ দেওয়া হয়। এর আগেও এই দুইটি প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ একাধিকবার বিচ্ছিন্ন করা হয়েছিল। মঙ্গলবারের অভিযান ছিল তৃতীয় দফা।এ বিষয়ে ‘কলাপাতা’ মিষ্টি কারখানার মালিক মামুন শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তারা অবৈধ গ্যাস ব্যবহার করেন না। তবে এরপরও ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট