
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও মৌজায় খালের জায়গা ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মীর কবির নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে খালের জমি দখল করে ভরাট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসী জানান, প্রায় এক বছর আগে কামারগাঁও খালের ওপর নির্মিত ব্রিজের পশ্চিম পাশের খালের জায়গা ভরাট করতে গেলে বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপরও কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা ছাড়াই রহস্যজনক প্রভাব খাটিয়ে ওই জায়গা ভরাট করা হয় বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে মীর কবির আবার ব্রিজের পূর্ব পাশের খালের জায়গা ভরাট করে সেখানে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে তিনি সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখবেন বলে জানান।
অভিযোগ প্রসঙ্গে মীর কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি আমার ক্রয়কৃত জায়গাতেই কাজ করছি। সার্ভেয়ার দিয়ে জমি মেপে তারপর নির্মাণকাজ শুরু করেছি। প্রয়োজনে কাগজপত্র দেখাতে পারব।”
তবে এলাকাবাসী মীর কবিরের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, খালের জায়গা দখল করেই ভরাট কার্যক্রম চালানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, প্রভাবশালী হওয়ায় তিনি বারবার খালের জমি দখল করছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছে কি না, তা জানা যায়নি। তবে এলাকাবাসী সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।