1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টাকা হলে পুলিশের এস আই ইয়াসিন সব পারে! রমরমা মাদকে ভাসছে সোনারগাঁও পিছনে কাজ করছে শক্তিশালী মাদক সিন্ডিকেটের গডফাদাররা।  পরিবেশ রক্ষায় ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে সোনারগাঁয়ে বৃক্ষরোপণ সোনারগাঁও উপজেলা বিএনপিতে কোন ভেদাভেদ নেই ঐক্যবদ্ধ নেতাকর্মীরা- রফিকুল ইসলাম বিডি আর। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রযাত্রায় যুক্ত হলো আরও একটি নতুন নাম – TEXOLOGY PLUS LTD। সিদ্ধিরগঞ্জে সিসিএস সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর আয়োজনে সোনারগাঁয়ে ২২টি স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ পুনর্মিলনী ‘ভোক্তার অধিকার নিশ্চিত করতে স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন করতে হবে’ সিসিএস ঢাকা মহানগর উত্তর শাখার পরিচিতি ও মতবিনিময় সভা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত ফতুল্লা থানার ওসির সাথে সিসিএস নারায়ণগঞ্জ জেলার সৌজন্য সাক্ষাৎ

টাকা হলে পুলিশের এস আই ইয়াসিন সব পারে!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার এস আই ঘুষ খেয়ে প্রতিবেদন দাখিল করে আদালতকে মিথ্যা তথ্য ও সত্য গোপন করে আদেশ আনায় শয়তা করে ইয়াসিন বলে জানায় ভুক্তভোগী পরিবার। সাধারন সেনা সদস্য থেকে অবসরে এসে বন্দর লক্ষন খোলার মোহাম্মাদ আলী জনি ভাড়ায় উঠে ৭/১ শেরে বাংলা রোড মাসদাইর এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেকের বাড়ীতে। প্রতারনার আশ্রয় নিয় বাড়ির অগ্রিম না দিয়ে বাড়িওয়ালে বুলিয়ে ভবনের ৪র্থ তলার ২০২১ সালের জানুয়ারি থেকে ফ্লাটে থাকতে শুর‍্য করে। ২১ সালের জানুয়ারি থেকে ২২ সালের জুলাই পর্যন্ত ভাড়া আটকে ফেলে। ১৯ মাসে ভাড়া ও গ্যাস বিল ১,৯০,০০০ (এক লক্ষ নব্বই হাজার) টাকা বকেয়া করে, দেন দরবার করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা দেয়। সময়মত ভাড়া না দিয়ে প্রায় দেড় লক্ষ টাকা আত্নস্বাদের চেষ্ঠা করে। বাড়ির পাশের মুদি দোকানদার থেকে বাকী এনে খেয়ে দোকানদারের বকেয়া পরিশোধ করে না এই অভদ্র নামের সাবেক সেনা সদস্য।

বাসা ভাড়া চাইতে গেলে হয় মন-মানিল্য। ২০২৩ সালে বাসা ভাড়া নিয়ে হয় দেন দরবার, ৫০ হাজার টাকা দিয়ে আবার সময় নেয় কিন্তু ঠিকমত ভাড়া দেয় না প্রতারক মোহাম্মাদ আলী জনি। দোকান বাকীর টাকা চাইতে দোকানদার বাসায় আসলে শুরু করে ঝগড়া-বিবাদ।বাড়ীওয়ালার ছেলে-মেয়ে ঝগড়া থামাতে গেলে তাদের উপর চড়াও হয়ে মারধর করে জনি ও তার স্ত্রী এবং মেয়ে। তাদের হাতে নির্যাতিত হয়ে বাড়ীওয়ালার মেয়ে বাদী হয়ে ফতুল্লা থানায় অভিযোগ করলে তদন্ত পুর্বক ও মেডিক্যাল রিপোর্টে মামলা আমলে নেয় ফতুল্লা থানা পুলিশ। যার মামলা নং ৬৪ (৪)২৪.। জামিন নিতে গিয়ে স্ত্রী কন্যা জামিন পেলেও প্রতারক মোহাম্মদ আলী জামিন না পেয়ে চলে যায় কারাগারে । আলীর স্ত্রী কন্যা চলে যায় তার বাপের বাড়ী গজারিয়া।

বাড়ীওয়ালা সেফটির জন্য তার ফ্লাটে তালার উপর তালা মেরে রাখে যেন কোন দুর্ঘটনা না হয়।
ক্ষমতাবান সেনা সদস্য সাহেব জাদা জেল থেকে বের হয়ে সংবাদ সম্মেলন করে, কুচক্রীদের পরামর্শে আদালতে মামলা করে দেয় তার স্ত্রীকে বাদী করে, যার নং ১৫৪/২৪ তারিখ ০৯/০৪/২৪ ইং। আদালত পিবিআইকে তদন্ত দেয়, পিবিআই তদন্ত করে ঘটনার কোন সত্যতা পায় নাই মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে। ১২৪ /২৪ নং মামলা ফয়দা নিতে না পেরে চতুর প্রতারক নিজে বাদী হয়ে আবার একই বিষয় নিয়ে আদালতে মামলা করে। যার নং ৫৭৫/২৪ তারিখ ২১/০৪/২৪ ইং
আদালত পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেয়। পিবিআই তদন্ত করে আগের মত কোন সত্যতা পায় নাই মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে। ঝুলে যায় তার বাসার মালামাল। এদিকে আর্মি জনি অনেক সাংবাদিক দিয়ে হুমকি ধমকি দেদারছে দিয়ে সর্বশেষে তার সংগঠনের সভাপতি ও তার সম্পাদককে মীমাংসার জন্য কল করালে ভদ্র লোকে কথায় বাড়ীওয়ালা রাজি হয় কথা বলতে কিন্তু তার পাঠানো প্রতিনিধির কথা না মেনে মামলা লড়বে বলে হুংকার দেয়।
পিবিআই  তদন্ত করে আদালতে রিপোর্ট দিলে যৌথবাহিনীর হেডাম দেখিয়ে পিবিআই তদন্তের না-রাজি দেয়। আদালত ফতুল্লা থানাকে পুনরায় প্রতিবেদনের নির্দেশ দেয়। এর আগে র‍্যাব দিয়ে, ডিজিএফআই দিয়ে কল করিয়ে অনেক হয়রানি করে বলে জানায় ভুক্তভোগি পরিবার।

ফতুল্লার থানার এস আই ইয়াসিন আরাফাত জনির কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে বাড়িওয়ালে কোন নোটিশ না দিয়ে, অবগত না করে, মন ইচ্ছা মত কাল্পনিক ও বানোয়াট প্রতিবেদন আদালতে দেয়। কোন স্বাক্ষীও নাই, আবার এস আই ইয়াসিন আদালতকে তথ্য গোপন করে বাদীর পক্ষে  মিথ্যা বানোয়াট সাফাই গেয়ে বাদীর জিম্মায় আসবাবপত্র দেওয়ার প্রতিবেদন দাখিল করে মর্মে আদেশ করায়। আদেশ করিয়ে হাতে হাত থানায় এনে ফোর্স নিয়ে চলে আসেন আসবাবপত্র নিতে কিন্তু টাকা ছাড়া মালামাল দিতে রাজী নয় বাড়িওয়ালা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

পুলিশে উর্ধতন কর্মকর্তায় নির্দেশে এস আই বাবু ফিরে যান থানায়। মোহাম্মাদ আলী জনি রাজনৈতিক জোড় খাটিয়ে মুন্সিগঞ্জের বিএনপির সভাপতি ও যৌথ বাহিনীর কর্মকর্তা দিয়ে থানায় কল করাচ্ছে, যৌথ-বাহিনীর ভয় দেখাচ্ছে বলে ভুক্তভোগী পরিবার জানায়। পুলিশের এস আই অনৈতিক সুবিধা পেয়ে বার বার পেসার দিচ্ছে বাড়ীওয়ালাকে মালামাল দিয়ে দিতে, নয়তো পুলিশ ও রাজনৈতিক গুন্ডা বাহিনী নিয়ে এস আই তালা ভেঙ্গে জবর-দখল করবে বাড়ী ঘর। পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা যায়।   পিবিআই এর দুইটি প্রতিবেদন উপেক্ষা করে কিভাবে এস আই ইয়াসিন তথ্য গোপন করে মিথ্যা প্রতিবেদন দাখিল করে আদালত থেকে রায় আনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট