তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) সদস্যদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শরিফুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, “ভোক্তা অধিকার নিয়ে কাজ করতে পারা গর্বের বিষয়। আমাদের সবাইকে শতভাগ সচেতন হতে হবে। যদি আমরা সচেতন হই তাহলে কেউ আমাদের ঠকাতে পারবে না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে জানতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।”
তিনি আরও বলেন, “অপচয় করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। সঠিক তথ্য দিয়ে পুলিশের হটলাইন ৯৯৯-এ কল করলে প্রশাসনিক সহায়তা পাওয়া যাবে। আমি কথা দিচ্ছি, আপনাদের প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম মনি, জেলা কো-অর্ডিনেটর, সিসিএস নারায়ণগঞ্জ।
তিনি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থেকে ভোক্তা অধিকার রক্ষা করা সম্ভব নয়। দেশে প্রতিটি জেলায় ভোক্তা অধিকার অফিস থাকলেও জনবল অত্যন্ত সীমিত। সরকারিভাবে জনবল বাড়ানোর দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “ভোক্তা অধিকার হটলাইন ১৬১২১-এ কল করে অভিযোগ জানান, আর সিসিএস সর্বদা পাশে থাকবে। নারায়ণগঞ্জ জেলাকে সিন্ডিকেট মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী মোহসিনা আক্তার মোহনা এম.এ, চেয়ারম্যান, মোহনা সমাজ কল্যাণ সোসাইটি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিসিএস কেন্দ্রীয় স্লোগান পাঠ করে সভার সমাপ্তি ঘোষণা করেন জেলা কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনি।
📢 স্লোগান:
“ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম।
ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ।”