
তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে দুপুরে লাইভ করার কিছুক্ষণ পরই জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন। এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে তা শুধু বেদনাদায়কই নয়, স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। বিগত দিনে সংঘটিত সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করে তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনার সাহস না পায় না।