
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ গোলাম সরোয়ার (৪২)। মঙ্গলবার (২০/০১/২০২৬) বিকাল আনুমানিক ৪টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব কাজী মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আসামীর হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।