1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কুতুববাগ দরবার শরীফের বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কর্মী সম্মেলন র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে রূপগঞ্জ থেকে ৬৫০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই সহোদর গ্রেফতার নারায়ণগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ-৩ আসনে হেভিওয়েট প্রার্থীদের কঠিন লড়াই, জমে উঠছে নির্বাচনী মাঠ খালের জায়গা ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ সোনারগাঁয়ে ফেক ফেসবুক আইডির মাধ্যমে হয়রানির অভিযোগে থানায় অভিযোগ ব্যাটারিচালিত অটোরিকশা ড্রাইভারদের রোড সেফটি প্রশিক্ষণের আওতায় আনার দাবি নারায়ণগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ ‘ফাইটার মনির’ গ্রেপ্তার রূপগঞ্জে ডিআইজি’র ভাতিজা পরিচয়ে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি

পাখি আমাদের পরিবেশের অলংকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫০৫ বার পড়া হয়েছে
৩০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন। ৪ আগস্ট সোমবার দুপুরে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি পরিবেশবান্ধব কর্মসূচির। যেখানে গাছে গাছে মাটির হাঁড়ি ঝুলিয়ে পাখিদের নিরাপদ বাসস্থান বা ‘নিবাস’ তৈরির কাজ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। তাঁর বক্তব্যে বলেন— “এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আজ যখন শহর ও গ্রামে পাখিরা বসবাসের জায়গা হারাচ্ছে, তখন এমন প্রকল্প পরিবেশবান্ধব ভবিষ্যতের জন্য আলোর পথ দেখাবে। শুধু এই হাঁড়িগুলো ঝুলিয়ে দিলেই হবে না, আমাদের সকলেরই দায়িত্ব পাখিদের নিরাপত্তা ও স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করা। সোসাইটির এই ব্যতিক্রমী চিন্তা ও বাস্তব উদ্যোগ সত্যিই অনুকরণীয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও জাদুঘরের উপ পরিচালক এ.কে.এম আজাদ।

উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। তিনি বলেন, “পাখি শুধু প্রকৃতির অলংকার নয়, তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দিন দিন পাখির আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদের এই উদ্যোগ গাছে গাছে মাটির হাঁড়ি টানিয়ে পাখিদের নিরাপদ নিবাস তৈরি,। এটি একটি প্রতীকী নয়, কার্যকর সামাজিক আন্দোলন। আমরা চাই, এই আন্দোলন প্রতিটি গ্রাম, শহর, বিদ্যালয়, পার্ক ও প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ুক।”

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ।তিনি বলেন, “মানুষের পাশাপাশি প্রকৃতির প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে। পাখি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যারা আমাদের পরিবেশকে সজীব ও ভারসাম্যপূর্ণ রাখে। আজকের এই পাখি নিবাস কর্মসূচি শুধু একটি প্রতীকী উদ্যোগ নয়, এটি একটি মানবিক দায়বদ্ধতা। আমি মনে করি, যারা প্রকৃতির কথা ভাবে, তারাই প্রকৃত অর্থে মানবতার কথা ভাবে। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির এই মহৎ কাজকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর, প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন, বাংলাদেশ তথ্য ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মোঃ শামীম হোসেন ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন বিজয় টেলিভিশনের সাংবাদিক এমডি অনিক, এনটিভির সাংবাদিক কামরুল হাসান, ঢাকা পোস্ট এর সাংবাদিক মীমরাজ, খ্যাতিমান কবি ও সাহিত্যিক খন্দকার পনির, সোনারগাঁও যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ, পরিবেশকর্মী আল আমিন, সিফাত সহ পরিবেশপ্রেমী ও তরুণ স্বেচ্ছাসেবকগণ।

উল্লেখ্য, এ ধরনের উদ্যোগ শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সচেতনতা সৃষ্টি ও প্রজন্ম গঠনের কার্যকর পদক্ষেপ। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি আশা করছে, ভবিষ্যতে এই কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট