
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আজ (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল “Tourism and Sustainable Transformation” — “টেকসই উন্নয়নে পর্যটন”।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ র্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলা প্রশাসক বলেন, “টেকসই উন্নয়নের সাথে পর্যটন খাতের সম্পর্ক অত্যন্ত গভীর। পর্যটন শুধু অর্থনীতিকে শক্তিশালী করে না, এটি পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সুপরিচিত পর্যটন প্রতিষ্ঠানসমূহ— সোনারগাঁ রয়েল রিসোর্ট, বাংলা তাজমহল, সায়রা গার্ডেন, সুবর্ণভূমি রিসোর্টসহ বিভিন্ন হোটেল ও রিসোর্ট এবং অঙ্গসংগঠনের প্রতিনিধি।
সোনারগাঁ রয়েল রিসোর্টের পক্ষ থেকে প্রতিশ্রুতি একটি আধুনিক ৪-তারকা হোটেল ও রিসোর্ট হিসেবে সোনারগাঁ রয়েল রিসোর্ট টেকসই পর্যটন উন্নয়নে তাদের অঙ্গীকার ব্যক্ত করে। তারা জানায়—প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ,পানি ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার,আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা,স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য পর্যটকদের সামনে তুলে ধরা,এবং স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি— এসব ক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা রাখবে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সোনারগাঁ রয়েল রিসোর্ট ঘোষণা করে, “আমরা সবসময় টেকসই উন্নয়নে পর্যটনকে এগিয়ে নিতে কাজ করে যাব।”বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে মাসব্যাপী থাকবে রুমের ভাড়ার উপর ৪০% ডিসকাউন্ট।
