
তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল গাজীপুরের পুবাইল এলাকায় অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বাংলাদেশ আমার অহংকার — এই স্লোগানকে ধারণ করে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা ও বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গাজীপুর জেলার পুবাইল থানাধীন মীরের বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এসময় ৩৮ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ ও দুইজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—
১। মোঃ কুদ্দুস (৩৯), পিতা-মৃত আলী আকবর, মাতা-আমেনা বেগম, সাং-রাজা বাড়ী কান্দি (জাকির হাটি), পোঃ শাহবাজপুর, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
২। মোঃ জুম্মান মিয়া (২৭), পিতা-কালু মিয়া, মাতা-জামেলা বেগম, সাং-রাজাবাড়ী কান্দি (কালু মিয়ার বাড়ি), পোঃ সাবাজপুর, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে এনে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করছিল। ২৮ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাতে ৩৮ কেজি গাঁজা নিয়ে ট্রাকযোগে ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদীর পাচদোনা হয়ে কালীগঞ্জ রোড দিয়ে টঙ্গী যাওয়ার পথে মীরের বাজার এলাকায় পৌঁছালে র্যাব সদস্যরা তাদের আটক করে।
পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে জিএমপি গাজীপুরের পুবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।