
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ভোররাত ৩টা ৩০ মিনিটে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানাধীন ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নিজ বসতবাড়ি থেকে মো. নিঘুম (৩০) ও মো. ইমন (২৮) নামে দুই সহোদরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. নিঘুম (৩০) ও মো. ইমন (২৮)। তারা উভয়েই মৃত আনোয়ার আলীর পুত্র এবং মোসা. আয়েশা বেগমের সন্তান। তাদের বাড়ি পাড়াগাঁও মধ্যপাড়া, ভূলতা ইউনিয়ন, রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, দুই ভাই পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল।
র্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।