
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা ও সৎ প্রার্থীর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন। তিনি বলেন, “ভোটার জোট বোঝে না, ভোটার খোঁজে ভালো মানুষ। জনগণ এবার জোটের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থী খুঁজেই ভোট দেবে।”
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক জোটের সুবিধার্থে অনেক আসনে অযোগ্য ও বিতর্কিত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। তবে শেষ পর্যন্ত জনগণই তাদের বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবে এবং ভালো মানুষকেই বেছে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ হোসাইন আশঙ্কা প্রকাশ করে বলেন, কিছু কিছু আসনে জোটগত অঙ্ক ও সমঝোতার কারণে ভোটার উপস্থিতি কমে যেতে পারে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন ভোটাররা নির্বিঘ্নে ও উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে যেতে পারেন।
কালো টাকার প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “যদি জনগণ কালো টাকায় বিক্রি হয়ে যায়, তবে শেষ পর্যন্ত যোগ্য ও সৎ প্রার্থীরাই হারবে। এতে দেশ ও জাতির ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।”
বক্তব্যের শেষাংশে তিনি সকল ভোটারের প্রতি আহ্বান জানান—ব্যক্তিগত স্বার্থ, দলীয় চাপ ও অর্থের প্রলোভন উপেক্ষা করে দেশ ও জনগণের কল্যাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।